দুবাই থেকে ইতালি যেতে কতো টাকা লাগে
মানুষ উন্নত জীবন যাপন করতে, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে, ভালো টাকা ইনকাম করার জন্য বিদেশ পাড়ি দেয়। এই উন্নত জীবনের জন্য অনেকেই দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য চেষ্টা করে। এটা কিভাবে করবে তারা হয়তো অনেকেই তা জানে না। কিভাবে দুবাই থেকে ইতালি যাবেন তা জানার জন্য নিচে পড়ুন।
ইউরোপের অন্যতম একটি দেশ ইতালি। অনেক মানুষের ইতালি যাওয়ার কারন সেখানকার কাজের সুযোগ-সুবিধা এবং ভালো কর্মসংস্থান। দুবাই থেকে ইতালি যেতে হলে আপনাকে অবশ্যই বৈধ উপায়ে যেতে হবে। কিভাবে দুবাই থেকে ইতালি যাবেন সে বিষয়ে আমরা আজকের আর্টিকেলে জানবো।
পেজ সূচিপত্রঃ দুবাই থেকে ইতালি যাওয়ার নিয়ম জেনে নিন
দুবাই থেকে ইতালি ভিসার আবেদন করার নিয়ম
দুবাই থেকে ইতালি ভিসার আবেদন করার নিয়ম সম্পর্কে জানবো। দুবাই থেকে ইতালি
যাওয়ার জন্য ভিসা আবেদন করতে হবে। এ কারণে আপনাকে কিছু নিয়ম মেনে সে কাজগুলো
সম্পূর্ণ করতে হবে। ইতালির ভিসার জন্য ইতালির ভিসা আবেদন ফরমটি পূরন করতে
হবে। আপনি ইতালি দূতাবাসের সরকারি যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকেই ফরমটি
পেয়ে যাবেন। এখন আবেদনের জন্য কিছু কাগজপত্র জমা দিতে হবে। সে কাগজপত্র গুলো
হলো
- ভিসা আবেদন ফরম
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- দুবাইয়ে রেসিডেন্সি পারমিট
উপরের এই কাগজপত্র গুলো সহ ফরমটি পূরণ করে ইতালি ভিসা আবেদন কেন্দ্রে ফরমটি জমা
দিতে হবে। এবং তার সাথে আপনাকে ফি জমা দিতে হবে। এই কাজগুলো সম্পন্ন হয়ে
যাওয়ার পর তারা আপনার কাগজগুলো যাচাই-বাছাই করে দেখবে কাগজপত্র তথ্যগুলো সঠিক
আছে কিনা। কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করার জন্য ডাকবে। যে আপনার
ভ্রমণের উদ্দেশ্য কি বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে চাইবে। সমস্ত
কিছু ঠিক থাকলে আপনার ভিসা প্রক্রিয়াটি অনুমোদন করে দিবে।
আরো পড়ুনঃইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
দুবাই থেকে ইতালি যাওয়ার উপায়
দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য কিছু বিষয় অবলম্বন করলে আপনি সহজে দুবাই থেকে
ইতালি যেতে পারবেন। অনেক দুবাই প্রবাসী আছে ইতালি যেতে চান। যার কারণে অনেকে
গুগোলে সার্চ করে থাকেন। আমি বলব কিছু মাধ্যম অবলম্বন করলে আপনি সহজেই ইতালি
যেতে পারবেন। এজন্য আপনাকে টুরিস্ট ভিসা মাধ্যমে যেতে হবে। কারণ ওয়ার্ক পারমিট
ভিসা থেকে ইতালি ভিসা পাওয়া অনেক কঠিন। কাজের ভিসা পেতে অনেক সময় এবং ভিসা
পাওয়ার সম্ভাবনা অনেক কম।
আর যদি আপনি টুরিস্ট ভিসা যেতে চান তাহলে খুব সহজেই যেতে পারবেন। এ জন্য ইতালি
টুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই টুরিস্টের রেকর্ড থাকতে হবে।
নিজেকে পর্যটক হিসেবে প্রমাণ করতে না পারলে আপনার ভিসা পাওয়া অনেক জটিল হয়ে
যাবে। তাছাড়া আপনি প্রবাসী হিসেবে আপনার ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে। সে
ব্যাংকে নিয়মিত লেনদেন রাখতে হবে। আর আপনার কাজের ভালো পেশা থাকতে হবে।
আপনি যদি দুবাই থেকে ইতালি যেতে চান তাহলে আপনার কাজের ভিসার চেয়ে টুরিস্ট ভিসা
সবচেয়ে ভালো হবে। ইতালিতে আপনি বিভিন্ন অনলাইনের ওয়েবসাইটে জব খুঁজে নিতে হবে।
এসব ঝামেলা যদি না করতে পারেন তাহলে আপনাকে এজেন্সির শরণাপন্ন হতে হবে। আপনার
ভিসার জন্য যে সব কাগজপত্র গুলো লেগবে সে গুলো সংগ্রহ করে নিজে নিজে অথবা
এজেন্সির মাধ্যমে আপনি সহজে টুরিস্ট ভিসা প্রসেসিং করতে পারবেন। আশা করি আপনি
বিষয়গুলো বুঝতে পেরেছেন।
দুবাই থেকে ইতালি যেতে কতো টাকা লাগে
দুবাই থেকে ইতালি যেতে কতো টাকা লাগে সে বিষয়ে জানবো। আপনি যদি দুবাই থেকে ইতালি
যেতে চান, তাহলে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য
কতো টাকা খরচ হবে তা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর। আপনি কি ধরনের ভিসা
নিবেন,ভিসার মেয়াদ কতো বছর, ভিসা প্রসেসিং মাধ্যম ইত্যাদি বিষয় গুলো কারনে টাকার
পরিমান কম বেশি হবে। আপনি যদি টুরিস্ট ভিসা পান ইতালি যাওয়ার জন্য আপনার টাকা কম
খরচ হতে পারে। কারন টুরিস্ট ভিসা সহজে ইতালি যাওয়া যায়।
কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া অনেক কঠিন ব্যাপার। আর পেলেও অনেক কম প্রবাসী
কাজের ভিসা পায়। টুরিস্ট ভিসা পেতে কত টাকা লাগতে পারে সে ব্যাপারে বলব। আপনি
যদি এজেন্সি বা দালাল ধরে যেতে চান তারা একেক জন একেক রকম টাকা নিয়ে থাকে। তবে
দুবাই থেকে ইতালি যাওয়ার সম্ভাব্য খরচ হতে পারে ১০ থেকে ১৫ লক্ষ টাকা। যদিও এ
টাকার পরিমান পরিবর্তন হতে পারে। তবে আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং করতে চাইলে জব
লেটার সংগ্রহ করতে হবে। এতে করে আপনার খরচ অনেকটা কম হতে পারে।
আরো পড়ুনঃইতালি ভিসা আবেদন করার নিয়ম
দুবাই থেকে ইতালি যেতে কি কি কাগজপত্র লাগে
প্রবাসীরা দুবাই থেকে ইউরোপের দেশ ইতালি যেতে চায়। অনেকপ্রবাসীর ইতালি স্বপ্নের
একটি দেশ। সে দেশে সুযোগ সুবিধা অনেক বেশি। দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য কি
কি কাগজপত্র লাগে জানতে চান। আপনার যদি আজকের এই আর্টিকেলটি পড়েন তাহলে আপনারা
বিস্তারিত ভাবে জানতে পারবেন। দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য কি কি কাগজপত্র
লাগে এবং এগুলো দেখে আপনি সে কাগজগুলো সংগ্রহ করতে পারেন। ভিসা প্রসেসিং করার
জন্য কাগজপত্র লাগে ভিসার ক্যাটাগরী উপর নির্ভর করে। কাগজপত্র কমবেশি বা
পরিবর্তন হতে পারে। যেসব কাগজপত্র লাগে আপনাদের সামনে
তুলে ধরলাম।
- ই-পাসপোর্ট
- ট্রাভেল রেকর্ড
- জাতীয় পরিচয়পত্র কপি
- ব্যাংক স্টেটমেন্ট
- ই-ভিসা
- মেডিকেল সার্টিফিকেট কপি
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
উপরের এই কাগজপত্র গুলো দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য অবশ্যই সংগ্রহ করতে
হবে। তাহলে আপনি সহজে দুবাই থেকে ইতালি যেতে পারবেন।
দুবাই থেকে ইতালি কেন যাবেন
দুবাই অন্য শহরের চাইতে অনেক ব্যয়বহুল এবং উন্নত একটা শহর। এই শহরে বাংলাদেশী
প্রবাসীরা ভালো কাজ এবং উন্নত জীবন যাপন করে থাকে। আপনি যদি দুবাই থেকে ভালো
মানের কাজ পান। সেখানে অনেক ভালো মানের বেতন পান আপনার জন্য অন্য দেশ না
যাওয়াই ভালো। তবে অনেকের স্বপ্ন থাকে ইউরোপের দেশে যাওয়ার। ইউরোপের দেশ
ইতালিতে যাওয়া অনেকেরই এটা মনে কামনা বাসনা থাকে। সেখানকার হয়তো জীবন যাপন
কাজকর্ম সুবিধা অনেক বেশি। দুবাই এর থেকে আপনি ভালো কাজের সন্ধান, উন্নত
জীবনযাপন করার জন্য ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমান।
কারণ ইতালিতে রয়েছে অনেক কাজের অফার। কাজের চাইতে জনসংখ্যা অনেক কম। যার কারণে
তাদের কাজের কোন অভাব হয় না। এবং কর্মসংস্থান অনেক ভালো। তাদের টাকার মান অন্য
দেশের চাইতেও অনেক শক্তিশালী। আপনি যদি প্রবাসী হন তাহলে সহজেই বুঝতে পারবেন
দুবাই এর চেয়ে ইতালি কেমন। আরো বেশি উন্নত জীবনের জন্য ইউরোপের দেশ ইতালি যেতে
পারেন। আপনারা জীবনযাপন অনেক উন্নত করতে পারেন। ইতালিতে যাওয়ার জন্য আরো জানতে
পারেন
ইতালিতে কোন কাজের বেতন বেশি। আশা করি বুঝতে পেরেছেন।
আরো জানতে পারেন
ইতালি ১ ইউরো বাংলাদেশের কতো টাকা
ইতালি ১ ইউরো সমান বাংলাদেশের ১৩১ টাকা।
দুবাই থেকে ইতালি যেতে কতো সময় লাগে
দুবাই থেকে ইতালি যেতে বিমানে প্রায় ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা লেগে থাকে
দুবাই থেকে ইতালি কতো কিলোমিটার
দুবাই থেকে ইতালি দূরুত্ব ৬২৭০ কিলোমিটার
শেষ কথা
আমি এতক্ষন ধরে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা
বিষয়গুলো কিছুটা হলেও ধারণা পেয়েছেন। দুবাই থেকে ইতালি কিভাবে যাবেন তার
বিভিন্ন বিষয় গুলো আপনাদের সামনে আমি আলোচনা করেছি। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়েন অবশ্যই ধারণা পাবেন এ বিষয়ে। প্রবাসীরা তাদের কাজের ওপরে তাদের
জীবনটা নির্ভর করে। ভালো মানের কাজ পেলে কে না এক যায়গাই থাকতে চায়।
তাই আমি বলব আপনার মনে যা চাইবে ভালো থাকার জন্য সে কাজটাই করবেন। দুবাই থেকে
ইতালি শহর আপনার কাছে যদি ভালো মনে হয়। তাহলে আরোও উন্নত জীবনের জন্য ইউরোপ
যেতে পারেন। পরিশেষে একটা কথাই বলবো যদি আর্টিকেলটি পড়ে কোন উপকার আসে, আপনার
নিকট বন্ধুদের কাছে শেয়ার করুন। যাতে করে তারাও আর্টিকেলটি পড়ে কিছুটা
হলেও উপকার পেয়ে যায়।
শেষ কথা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url