ট্রেনের সময়সূচী জানার সহজ উপায়

 

আমরা সকলে ট্রেনে ভ্রমণ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। ট্রেনে ভ্রমণ করা অনেক নিরাপদ। আমরা যারা বিভিন্ন কাজের জন্য বা বেড়াতে গেলেই ট্রেনে ভ্রমন করতে চাই। তারা সহজেই ট্রেন ভ্রমন কে বেটার মনে করে। এজন্য আমাদের প্রথমেই ট্রেনের সময়সূচী সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনার যদি ট্রেনের

ট্রেনের সময়

সময়সূচী জানা না থাকে তাহলে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এজন্য আপনাকে আগে ট্রেনের সময় সম্পর্কে অবগত হতে হবে। আজ আমরা আর্টিকেলে ট্রেনের সময়সূচী সম্পর্কে আলোচনা করব।  ট্রেন কখন ছাড়বে, কখন কোথায় ট্রেন আছে তা আপনি জানতে পারবেন আজকের এই আর্টিকেলে।

পেজ সূচিপত্রঃট্রেনের সময়সূচী জানার সহজ উপায়

এসএমএসের মাধ্যমে ট্রেনের লোকেশন জানুন

এসএমএসের মাধ্যমে ট্রেনের লোকেশন জানবো। ট্রেনের লোকেশন জানার জন্য আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে লোকেশন জানতে পারবেন। আপনি জানতে পারবেন কতক্ষণ সময় আছে ট্রেন আসতে বা ট্রেন কোথায় আছে সব খবর পেয়ে যাবেন। এজন্য বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টেকিং ও মনিটরিং সিস্টেম চালু করেছে।  খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে ট্রেনের লোকেশন জানতে পারবেন। চলুন আমরা সেই সিস্টেম গুলো নিয়ে একটু আলোচনা করি।

এসএমএসের মাধ্যমে লোকেশন জানার উপায়

  • আপনাকে প্রথমে মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে। 
  • মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে Tr <space> Train no অথবা Train Name. 
  • এরপর ১৬৩১৮ এই নাম্বার এ মেসেজ পাঠিয়ে দিবেন।
  • তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ফিরতি এসএমএস ট্রেনের অবস্থান জানতে পারবেন। 
এভাবে আপনি খুব সহজে টেনে অবস্থান জানতে পারবেন। ঘরে বসে খুব সহজেই জেনে নিতে পারছেন আপনার ভ্রমনকৃত ট্রেনের অবস্থান। এতে করে াপনার ভোগান্তি অনেক কমে যাবে।

ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ ব্যবহার

ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ ব্যবহার করে জেনে নিতে পারেন ট্রেনের অবস্থান। লোকেশন অ্যাপস আপনি সহজেই জানতে পারবেন আপনার ট্রেন কোথায় অবস্থান করছে। ট্রেন পৌছাতে কতক্ষন লাগতে পারে বা কোথায় অবস্থান করছে। যা আপনি অনেক ঝামেলা থেকে বেঁচে যাচ্ছেন। এ জন্য আপনাকে উপরে যেমন আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারলেন ট্রেন এর অবস্থান। ঠিক তেমনি অ্যাপস এর মাধ্যমে জানতে পারবেন আপনার ট্রেন কোথায় অবস্থান করছে। আসুন আমরা এখন জেনে নিই অ্যাপস ব্যবহারের ধাপ গুলো।

  • প্রথমে আপনার এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে প্লেস্টোরে প্রবেশ করতে হবে। BR Explorer সার্চ দিতে হবে। সার্চ দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে।
  • এরপরে সেই অ্যাপসের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য প্রয়োজন হবে আপনার মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা, আর পাসওয়ার্ড। সেখানে সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন
  • এরপরে আপনাকে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে,আপনার নাম্বারে ৪ সংখ্যার ভেরিফাই কোড যাবে সেটা পূরোন করলে অ্যাপস ওপেন হয়ে যাবে। 
  • আপনার সামনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখানে Train নামে অপশন আসবে ওটার উপর চাপ দিবেন। এবার সেখানে অনেক গুলো ট্রেনের নাম চলে আসবে। সেখান থেকে আপনি যে ট্রেনে যেতে চান সেটা খুজবেন। যদি সেটি খুঁজে না পান তাহলে আপনি search এ অপশনে চাপ দিয়ে ট্রেনের নাম লিখবেন। তাহলে সেই ট্রেন নাম চলে আসবে। সেটা সিলেক্ট করে নিন।
  • এরপরে ট্রেনের রুট সেট করে নিন। নিচের সার্চ বাটনে চাপ দিবেন পরে আরেকটা পেজ আসবে। এরপর নির্দিষ্ট ট্রেন সিলেক্ট করে সার্চ বাটনে চাপ দিবেন। সার্চ বাটনে চাপ দিলে একটি মেসেজ অপশন আসবে। সেখানে yes বাটনে চাপ দিলে আপনার কাঙ্ক্ষিত ট্রেনের লোকেশন চলে আসবে।

আমি এখন উপরে যে কথাগুলো বললাম সেগুলো মাধ্যমে খুব সহজে আপনি ট্রেনের লোকেশন খুঁজে পাবেন। আপনি আপনার কাঙ্খিত সেবা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। আপনি একটি একাউন্ট থেকে সর্বোচ্চ বিশ বার লোকেশন সম্পর্কে ফ্রিতে জানতে পারবেন। তাছাড়া বিশ বারের বেশি হয়ে গেলে আপনাকে দেখার জন্য দুই টাকা হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন।

সকল ট্রেনের কোড নাম্বার দেখুন

সকল ট্রেনের অবস্থান জানার জন্য আপনাকে এখন এই আর্টিকেলটি পড়তে হবে। আমরা উপরে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এসএমএস মাধ্যমে বা অ্যাপস মাধ্যমে কিভাবে ট্রেনের লোকেশন জানা যায়। সেখানে ট্রেনের নাম বা নাম্বার বসাতে হবে। এই আর্টিকেলে আপনি সেই নাম বা নাম্বার দেখে নিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক সকল ট্রেনের কোড নাম্বার। নিচে সকল ট্রেনের কোড নাম্বার দেয়া হলো।

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের নাম, কোড নাম্বার
ট্রেনের নাম ট্রেনের নাম্বার
সুবর্ণ এক্সপ্রেস ৭০১
সুবর্ণ এক্সপ্রেস ৭০২
মহানগর গোধূলী ৭০৩
মহানগর প্রভাতী ৭০৪
তূর্ণা ৭৪১
তূর্ণা ৭৪২
সোনার বাংলা এক্সপ্রেস ৭৮৭
সোনার বাংলা এক্সপ্রেস ৭৮৮

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের নাম,কোড নাম্বার
ট্রেনের নাম ট্রেনের নাম্বার
সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৩
সিল্কসিটি এক্সপ্রেস ৭৫৪
পদ্মা এক্সপ্রেস ৭৫৯
পদ্মা এক্সপ্রেস ৭৬০
মধুমতি এক্সপ্রেস ৭৫৫
মধুমতি এক্সপ্রেস ৭৫৬
ধূমকেতু এক্সপ্রেস ৭৬৯
ধূমকেতু এক্সপ্রেস ৭৭০
বনলতা এক্সপ্রেস ৭৯১
বনলতা  এক্সপ্রেস ৭৯২

ঢাকা থেকে খুলনা ট্রেনের নাম,কোড নাম্বার
ট্রেনের নাম ট্রেনের নাম্বার
সুন্দরবন এক্সপ্রেস ৭২৬
সুন্দরবন এক্সপ্রেস ৭২৭
চিত্রা এক্সপ্রেস ৭৬৪
চিত্রা এক্সপ্রেস ৭৬৫

ঢাকা থেকে সিলেট ট্রেনের নাম,কোড নাম্বার
ট্রেনের নাম ট্রেনের নাম্বার
পার্বত এক্সপ্রেস ৭০৯
পার্বত  এক্সপ্রেস ৭১০
জয়ন্তিকা এক্সপ্রেস ৭১৭
জয়ন্তিকা এক্সপ্রেস ৭১৮
উপবন এক্সপ্রেস ৭৩৯
উপবন এক্সপ্রেস ৭৪০
কালানী এক্সপ্রেস ৭৭৩
কালানী এক্সপ্রেস ৭৭৪

ট্রেনের নাম এবং কোড নাম্বার দেওয়া হল। আশা করি আপনি আপনার ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক হবে। আপনি কাউন্টারে ট্রেনের টিকেট কাটার সময় চট করে ট্রেনের নামটি বলে টিকেট কাটতে পারবেন। নাম জানা থাকলে স্টেশনে অনেক ট্রেনের মধ্যে সহজে ট্রেন খুঁজে পাবেন। আশা করি আপনি উপকৃত হবেন।

অনলাইনে ট্রেনের অবস্থান সম্পর্কে জানুন

অনলাইনে ট্রেনের অবস্থান সম্পর্কে ভালো করে জেনে নিন। অনলাইনে ট্রেনের অবস্থান সম্পর্কে জানার জন্য আপনাকে উপরের নিয়মগুলো অনুসরন করলেই হবে। প্রথমে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমি উপরের অংশে কিছু নিয়ম বলেছি। আপনি অনুসরন করলে জানতে পারবেন কোথায় ট্রেন দাঁড়িয়ে আছে বা কখন আপনার স্টেশনে ট্রেনটি আসবে। সে বিষয়ে আপনি জানতে পারবেন। তাছাড়া আপনি অনলাইনে মাধ্যমে BR Explorar অ্যাপসটির বিষয়ে উপরে যে আলোচনা করলাম।

সে অ্যাপসটির মাধ্যমে আপনি ট্রেন এর অবস্থা্ন জানতে পারবেন। এটি ব্যবহারের জন্য অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। উপরের একি নিয়মে অনুসরন করতে হবে। ট্রেনের অবস্থান জানার জন্য অনলাইনে আপনাকে নেট অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ নেট ব্যবহার না করলে আপনি ট্রেনের অবস্থান জানতে পারবেন না। আমি আশা করব আপনি ট্রেনের অবস্থান জানার জন্য এ নিয়মগুলো ফলো করলে আপনি কাঙ্ক্ষিত সুবিধা পাবেন। এতে করে আপনার ট্রেন যাত্রা অনেক সহজ ও আরামদায়ক হবে বলে আমি মনে করি।

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী। ট্রেন ভ্রমন অপছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারন ট্রেন ভবন ঝুকি কম এবং আরামদায়ক, নিরাপত্তা অনেক। আজকে আমরা ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সুচী ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যারা ঢাকা থেকে রাজশাহী শহরে আসতে চান। রাজশাহীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চান। পরিষ্কার-পরিচ্ছন্ন শহর দেখতে চান। তারা অবশ্যই ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী দেখে নিবেন। যাতে করে বিভ্রান্তি থেকে রেহাই পান। যারা ঢাকা থেকে রাজশাহীর সময়সূচী জানতে চান তারা আজকে এই আর্টিকেলটি  পড়তে পারেন এবং সেখান থেকে তথ্য নিয়ে ট্রেন ভ্রমন করতে পারেন।


ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় রাজশাহী পৌছানোর সময় ছুটির দিন
ধূমকেতু এক্সপ্রেস(৭৬৯) ভোর ৬.০০ সকাল ১১.৪০ বৃহস্পতিবার
বনলতা এক্সপ্রেস(৭৯১) দুপুর ১.৩০ সন্ধ্যা ৬.০০ শুক্রবার
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৩) দুপুর ২.৩০ রাত ৮.২০ রবিবার
পদ্মা এক্সপ্রেস(৭৫৯) রাত ১০.৪৫ ভোর রাত ৪.০০ মঙ্গলবার
মধুমতি এক্সপ্রেস(৭৫৫) দুপুর ৩.০০ রাত ১০.৩০ শনিবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন।এতে করে আপনি খুব সহজেই ঢাকা থেকে ট্রেন করে রাজশাহী আসতে পারবেন। রাজশাহীতে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী নিয়ে আলোচনা করব। আপনারা যারা রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম আসতে চান তারা এই সময়সূচী দেখে নিতে পারেন। ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার। এই দুরুত্ত্বের মধ্যে বেশিরভাগ মানুষই ট্রেন এ করে চলাচল করতে অনেক পছন্দ করে। এখানে বেশ কিছু ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে। যা ভ্রমণ প্রিয়াসু মানুষের জন্য অনেক  সুবিধা। আমি নিচে ঢাকা থেকে চট্টগ্রাম এর সকল ট্রেনের সময়সূচী নিয়ে আলোচনা করব। আপনারা এ বিষয়ে অনেক উপকৃত হবেন।

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় চট্টগ্রাম পৌছানোর সময় ছুটির দিন
পর্যটক এক্সপ্রেস(৮১৬) ভোর ৬.১৫ সকাল ১১.২০ ছুটি নাই
সোনার বাংলা এক্সপ্রেস(৭৮৮) সকাল ৭.০০ দুপুর ১২.০০ বুধবার
মহানগর প্রভাতি(৭০৪) সকাল ৭.৪৫ দুপুর ১.৩৫ বুধবার
সুবর্ণ এক্সপ্রেস(৭০২) বিকাল ৪.৩০ রাত ৯.২৫ শুক্রবার
কক্সবাজার এক্সপ্রেস(৮১৪) বিকাল ৪.৩০ রাত ৯.২৫ সোমবার
তূর্ণা (৭৪২) রাত ১১.১৫ ভোর ৫.১৫ রবিবার
চট্টলা এক্সপ্রেস(৮০২) দুপুর ২.১৫ রাত ৮.৩০ সোমবার
মহানগর এক্সপ্রেস(৭২২) রাত ৯.২০ ভোর রাত ৩.৩০ ছুটি না

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন।এতে করে আপনি খুব সহজেই ঢাকা থেকে ট্রেন করে চট্টগ্রাম আসতে পারবেন। চট্টগ্রাম বন্দরে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী। যারা ঢাকা থেকে খুলনা ট্রেন করে আসতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। আপনি খুব সহজে এবং নিরাপদে করে ট্রেন যাত্রা করে থাকবেন। যারা সুন্দরবন যেতে চান খুব সহজেই ট্রেনে করে যেতে পারবেন। এতে করে আপনার যাত্রা নিরাপদ এবং আরামদায়ক হবে বলে আমি মনে করি। চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে খুলনা ট্রেনের সময়সূচী।

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় খুলনা পৌছানোর সময় ছুটির দিন
সুন্দরবন এক্সপ্রেস(৭২৬) সকাল ৮.০০ বিকাল ৩.৪০ বুধবার
চিত্রা এক্সপ্রেস(৭৬৪) রাত ৭.৩০ ভোর রাত ৪.৪০ রবিবার
জাহানাবাদ এক্সপ্রেস(৮২৬) রাত ৮.০০ রাত ১১.৪৫ সোমবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন। এতে করে আপনি খুব সহজেই ঢাকা থেকে ট্রেন করে খুলনা আসতে পারবেন। খুলনাতে সুন্দরবন দেখে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

ঢাকা থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে লালমনিরহাট ট্রেনের সময়সূচী। যারা ঢাকা থেকে লালমনিরহাট ট্রেনে করে যেতে চান তাদের জন্য এই আর্টিকেল। এখন সহজেই যেতে পারবেন লালমনিরহাট। ঢাকা থেকে লালমনিরহাট এর দূরত্মনিরহাট ৩৩০ কিলোমিটার। আমরা এখন জানবো ঢাকা থেকে লালমনিরহাট যেতে ট্রেনের সময়সূচী গুলো জেনে নিব। যাতে করে ভ্রমণের সময় কষ্ট না হয়।

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় লালমনিরহাট পৌছানোর সময় ছুটির দিন
বুড়িমারি এক্সপ্রেস(৮০৯) সকাল ৮.৩০ বিকাল ৬.১০ বুধবার
লালমনিরহাট এক্সপ্রেস(৭৫১) রাত ৯.৪৫ সকাল ৭.২০ শুক্রবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন। এতে করে আপনি খুব সহজেই ঢাকা থেকে ট্রেন করে লালমনিরহাট আসতে পারবেন। লালমনিরহাট দেখে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী। যারা রাজশাহী থেকে ঢাকা যেতে চান আজকের এই আর্টিকেলটি পড়তে পারেন। ব্যস্ততম শহর ঢাকা কাজের জন্য যায় বা বেড়াতে যাই তারা ট্রেন যাত্রা অনেক পছন্দ করে। যার কারণে তাদের ট্রেনের সময় সম্পর্কে জানতে হয়। যারা রাজশাহী থেকে ঢাকা যাবেন তাদের জন্য এই ট্রেনের সময়সূচি গুলো দেয়া হলো। আশা করি আপনার অনেক কাজে লাগবে।

ট্রেনের নাম
রাজশাহী হতে ছাড়ার সময় ঢাকাপৌছানোর সময় ছুটির দিন
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪) সকাল ৭.৪০ দুপুর ১.২০ রবিবার
বনলতা এক্সপ্রেস(৭৯২) সকাল ৭.০০ দুপুর ১১.৩৫ শুক্রবার
পদ্মা এক্সপ্রেস (৭৬০) বিকাল ৪.০০ রাত ৯.২৫ মঙ্গলবার
ধূমকেতু এক্সপ্রেস(৭৭০) রাত ১১.২০ ভোর ৫.০০ বুধবার
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) ভোর ৬.৪০ দুপুর ২.০০ শনিবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন। এতে করে আপনি খুব সহজেই রাজশাহী থেকে ট্রেন করে ঢাকা আসতে পারবেন। ঢাকাতে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী। যারা সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে যেতে চাই। তাদের জন্য ট্রেনে করে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন। এতে করে ভ্রমন প্রেমিকদের কষ্ট হবে না। তারা সেখানে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে। এই জন্য রেলওয়ে সরকার সরাসরি ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু করেছে। যাতে ভ্রমন কারীরা সহজেই যাত্রা ভ্রমন করতে পারে। চলুন দেখে ন্ব্যা যাক ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী।

ট্রেনের নাম ঢাকা হতে ছাড়ার সময় কক্সবাজার পৌছানোর সময় ছুটির দিন
পর্যটক এক্সপ্রেসযট(৮১৬) সকাল ৬.১৫ দুপুর ২.৪০ বুধবার
কক্সবাজার এক্সপ্রেস(৮১৪) রাত ১১.০০ সকাল ৭.২০ সোমবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন। এতে করে আপনি খুব সহজেই ঢাকা থেকে ট্রেন করে কক্সবাজার আসতে পারবেন। কক্সবাজার এ সমুদ্র সৈকত ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।
ট্রেনের সময়

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী

চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী। যারা বন্দর নগর চট্টগ্রাম থেকে ব্যস্ততম শহর ঢাকায় আসতে চান। তারা সহজেই আসতে পারবেন। কারণ সরাসরি ট্রেনে করে আপনাকে ঢাকাতে নিয়ে চলে আসবে। ট্রেন ভ্রমন করলে আপনার চিন্তা থাকে না যে কোথায় নামতে হবে কিভাবে কি করতে হবে। কারন ট্রেনে করে সরাসরি ঢাকাই চলে আসতে পারবেন। তাই আপনারা যারা ট্রেনে করে ঢাকায় আসতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী দেয়া হলো।

ট্রেনের নাম চট্টগ্রাম হতে ছাড়ার সময় ঢাকা পৌছানোর সময় ছুটির দিন
চট্টলা এক্সপ্রেস(৮০১) সকাল ৬.০০ দুপুর ১২.৪০ শুক্রবার
মহানগর এক্সপ্রেস(৭২১) দুপুর ১২.৩০ সন্ধ্যা ৬.৪০ রবিবার
মহানগর গোধূলী(৭০৩) বিকাল ৩.০০ রাত ৮.৪৫ ছুটি নাই
কক্সবাজার এক্সপ্রেস(৮১৩ বিকাল ৪.০০ রাত ৯.০০ ছুটি নাই
সোনার বাংলা এক্সপ্রেস(৭৮৭) বিকাল ৫.০০ রাত ৯.৫৫ ছুটি নাই
পর্যটক এক্সপ্রেস(৮১৫) রাত ১১.১৫ ভোর রাত ৪.২০ বুধবার
তূর্ণা (৭৪১) রাত ১১.৩০ ভোর ৫.১০ ছুটি নাই
সুবর্ণ এক্সপ্রেস(৭০১) সকাল ৭.০০ দুপুর ১২.০০ সোমবার

আশা করি ট্রেনে যারা যাত্রা করবেন উপরের তথ্য অনুযায়ী চলাচল করবেন। এতে করে আপনি খুব সহজেই চট্টগ্রাম থেকে ট্রেন করে ঢাকা আসতে পারবেন। ঢাকা্তে ঘুরে আপনার অনেক ভালো লাগবে আশা করি।

শেষ কথা

আপনারা যারা যারা ট্রেন ভ্রমন করতে চান তাদের জন্য উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ট্রেন জার্নি এমন একটা বিষয় যা সহজে গ্রহণ করতে পারে। শিশু থেকে বৃদ্ধ কেউ বলতে পারেনা যে আমাকে অপছন্দ লাগে। এর মূল কারণে হচ্ছে নিরাপত্তা এবং ঝুঁকি কম। যার কারণে সকল বয়স মানুষ ট্রেন যাত্রা করে থাকে। আমি আশা করব আপনাদের যার যেটা গন্তব্য তারা সেটা দেখে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি আপনি কিছুটা হলে উপকৃত হন তাহলে আপনার নিকট বন্ধুর কাছে এই  বিষয়টা বলবেন। যাতে করে আপনার নিকট বন্ধুদের কাছে এ আর্টিকেলটি পড়ে কিছুটা হলেও উপকার পাই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শেষ কথা বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url